Site icon Jamuna Television

অভাবে ৩ দিন বয়সী সন্তান বিক্রি করলেন মা

প্রতীকী ছবি।

দারিদ্র্যের কারণে নিজের তিন দিন বয়সী ছেলেকে বিক্রি করে দিলেন মা। এই ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্রের আহমেদ নগর জেলায়। মুম্বাইয়ের এক ব্যক্তির কাছে ১ লাখ ৭৮ হাজার রুপিতে শিশুটিকে বিক্রি করেন ওই মা।

খালিজ টাইমসের প্রতিবেদনে জানা যায়, পুলিশ বুধবার (১০ নভেম্বর) জানিয়েছে, তারা ওই নারীকে আটক করেছে। এ ছাড়া ওই শিশুটিকে কেনা ব্যক্তি এবং আরও চারজনকেও আটক করা হয়েছে। ওই শিশু বিক্রির ঘটনায় গত ৭ নভেম্বর দোম্বিভলি শহরের মানপাদা পুলিশ স্টেশনে একটি এজহার দায়ের করা হয়েছিল।

মানপাদা পুলিশ স্টেশনের একজন কর্মকর্তা জানান, সেপ্টেম্বরে শিশুটির জন্ম দেন ওই মা। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে তাকে দেখাশোনা করার অবস্থা ছিল না তার। এরপর কিছু টাকার আশায় শিশুটি বিক্রি করতে ক্রেতা খুঁজতে থাকেন ওই নারী।

এরপর আহমেদনগর, থানের কল্যাণ এবং মুম্বাইয়ের মুলুন্দের তিন নারী, ক্রেতা খুঁজতে ওই নারীকে সাহায্য করেন। পরে মুলুন্দের ওই ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রির জন্য দরদাম করেন তারা। এজহারে বলা হয়েছে, এরপর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই ওই ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করে তার মা।

Exit mobile version