Site icon Jamuna Television

পাকিস্তানি বোলাররা কী করতে চাচ্ছে তা নিয়ে স্টয়নিসের সাথে কথা বলেছি: ওয়েড

অবিশ্বাস্য এক জয়ের দুই নায়ক, মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। ছবি: সংগৃহীত

গুরুত্বের বিচারে নিজের ক্যারিয়ারে অন্যতম সেরা এক ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন ম্যাথু ওয়েড। অবিশ্বাস্যভাবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়া তার সাথে মার্কাস স্টয়নিসের জুটি নিয়ে ওয়েড বলেন, পাকিস্তানি বোলাররা কী করতে চাচ্ছে তা নিয়ে মার্কাস স্টয়নিসের সাথে কথা বলেছি। আমরা সারাক্ষণ আগে থেকেই বুঝতে চেয়েছি আমাদের করণীয়।

ম্যাথু ওয়েড তাদের ম্যাচকালীন পরিকল্পনা নিয়ে আরও বলেন, আমরা যেমনটা ভেবেছিলাম শাহিন আফ্রিদি তার চেয়েও বেশি জোরে বল করেছে। মার্কাস আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল যে, আমরা পারবো। তবে আমি সন্দিহান ছিলাম পারবো কি না। জুটির শুরুতেই সে ব্যাটে বল পাচ্ছিল। আর শেষে রান পেয়ে ভালো লাগছে, বিশেষ করে ওই দুটি চিপ।

ম্যাচজয়ী ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে ফাইনালে তোলা ওয়েড বলেন, ম্যাচের পরিস্থিতিও এমন ছিল যে, তখন মারার মতো জায়গা পেলেই হিট করতে হবে। শেষ পর্যন্ত তা হওয়ায় আমি আনন্দিত। দলে অবদান রাখতে পারাটাই সবচেয়ে দারুণ। আমি কিছুদিন দলের বাইরে ছিলাম। আবার সুযোগ পেয়ে বলে আমি খুবই আনন্দিত।

Exit mobile version