Site icon Jamuna Television

গুপ্তধনে’র লোভে পাঁচ বছরের শিশুকে নরবলি

বাড়িতে পোঁতা গুপ্তধনের লোভে তান্ত্রিকের কথায় নিজের পাঁচ বছরের ভাতিজাকে বলি দিয়েছে চাচা। ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত ২৪ ফেব্রুয়ারি ‘বাড়িতে পোঁতা গুপ্তধনে’র লোভে তান্ত্রিক শিবকুমারের কথায় ভাতিজা কানহাইয়াকে ‘বলি’ দেয় চাচা তোতারাম। তোতারাম ও শিবকুমার চকলেটের লোভ দেখিয়ে তাকে খেতে নিয়ে যায়। সেখানে তৃতীয় অভিযুক্ত জ্ঞান সিংহ তার হাত-পা মুচড়ে দেয়। কানহাইয়া আর্ত চিৎকার করলেও অন্ধবিশ্বাসী তোতারামের বিন্দুমাত্র মায়ামমতা হয়নি। বরং সে কানহাইয়ার মুখ চেপে ধরে। এরপর শিবকুমার ওই শিশুকে হত্যা করে।

গত ১৪ মার্চ খেতে কানহাইয়ার দেহ উদ্ধার হয়। তার জামাকাপড় দেখে দেহটি শনাক্ত করে পরিবারের লোকজন। এরপর পুলিশ ঘটনার তদন্ত নামে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র, মৃতের চপ্পল ও তথাকথিত তান্ত্রিক ক্রিয়াকলাপের নানা সামগ্রী উদ্ধার করা হয়।

Exit mobile version