Site icon Jamuna Television

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বিশ্বনেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনে বিশ্বনেতাদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ফ্রান্সে অনুষ্ঠিত প্যারিস পিস ফোরামে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো না গেলে বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন প্রধানমন্ত্রী। অতীত থেকে শিক্ষা নিয়ে টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে একসাথে কাজ করার ওপরও জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে শান্তি ও সমৃদ্ধির এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। টেকসই ভবিষ্যত নিশ্চিতে দায়িত্বশীলতার সাথে কাজ করার কথা বলেন তিনি।

এছাড়া ইউনেস্কোর সাধারণ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। রিমোট লার্নিং এবং অনলাইন শিক্ষাকে বৈশ্বিক জনসম্পদ হিসেবে ঘোষণা করার আহ্বান জানান তিনি।

Exit mobile version