Site icon Jamuna Television

লিখটেনস্টাইনকে ৯-০ গোলে হারালো জার্মানি

লিখটেনস্টাইনের পোস্টে গোলের বন্য বইয়ে দিয়ে ৯-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি।

ম্যাচের নবম মিনিটে ১০ জনের দলে পরিণত হলো লিখটেনস্টাইন। স্পট কিক থেকে জার্মানিকে এগিয়ে দেন ইলকাই গিনদোয়ান। এরপর ডানিয়েল কাফমানের আত্মঘাতী গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

এক মিনিটের ব্যবধানে আরও দুই গোল হজম করে কোণঠাসা হয়ে পড়ে লিখটেনস্টাইন। ২২তম মিনিটে লেরয় সানে ও ২৩তম মিনিটে মার্কো রয়েস ব্যবধান আরও বাড়িয়ে নেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান ৫-০ করেন রেলয় সানে। শেষ দিকে আরও চার গোল হজম করে লিখটেনস্টাইন। সবশেষ ৮৯ মিনিটে আত্মঘাতী গোল করেন মাক্সিমিলিয়ান গাপেল। এ নিয়ে ৯ ম্যাচে ৮ জয় ও এক হারে ২৪ পয়েন্ট নিয়ে বাছাইয়ে ‘জে’ গ্রুপে শীর্ষে রয়েছে জার্মানি। অষ্টম হারের তেতো স্বাদ পাওয়া লিখটেনস্টাইন ১ পয়েন্ট নিয়ে আছে তলানিতে।

Exit mobile version