Site icon Jamuna Television

জাতিসংঘে কর্মরত নাগরিকদের আইন মেনে চলার আহ্বান ইথিওপিয়ার

ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি। সংগৃহীত ছবি

জাতিসংঘ বা আফ্রিকান ইউনিয়নের হয়ে কর্মরত নাগরিকদের আইন মেনে চলতে সতর্ক করলো ইথিওপিয়ান সরকার। অন্যথায় শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ার করা হয়েছে।

জাতিসংঘের কয়েকজন কর্মীকে গ্রেফতারের পর একথা জানিয়েছেন ইথিওপিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দিনা মুফতি।

মুখপাত্র বলেন, দেশে থাকতে হলে অবশ্যই আইন মেনে চলতে হবে। আলাদা সুবিধা নেয়ার সুযোগ নেই। গত কয়েকদিনে জাতিসংঘের ১৬ কর্মীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। যদিও পরে সাত কর্মীকে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের জাতিগত পরিচয় প্রকাশ করা হয়নি।

উত্তরাঞ্চলীয় টাইগ্রে থেকে বিদ্রোহীরা রাজধানীর দিকে অগ্রসর হওয়ায় ২ নভেম্বর জরুরি অবস্থা জারি করা হয়। দেশটিতে বিদ্রোহীদের সাথে চলমান সংঘাতে প্রাণ গেছে কয়েক হাজার মানুষের। বাস্তচ্যুত হয়েছে কমপক্ষে ২০ লাখ বাসিন্দা।

Exit mobile version