নিয়োগ হয়েছে ৪ শিক্ষক, কারা হলো, কবে হলো, জানে না সহকর্মীরাও

|

চৌগাছার মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়। গত সেপ্টেম্বরে এমপিওভুক্ত হয় প্রতিষ্ঠানটি। স্কুলটিতে গত ৬ বছরে নিয়োগ দেয়া হয়েছে ৪ জনকে। কিন্তু, তা জানা তো দূরের কথা, এসব সহকর্মীর ছায়াই দেখেননি স্কুলের অন্যান্য শিক্ষকরা। দেখা পায়নি শিক্ষার্থীরাও। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ার পর ধরা পড়ে বিষয়টি।

এমপিওর সেই শিটে হঠাৎ নতুন চার শিক্ষকের নাম। একজন ২০০৫ সালে আর বাকি তিনজনের নিয়োগ দেখানো হয়েছে ২০১৫-তে। অথচ নতুন চার সহকর্মী আছে তা জানেই না বিদ্যালয়ে দীর্ঘদিন পাঠদান করা শিক্ষকরা। এমনকি তাদের কখনও দেখাই মেলেনি বলেও দাবি করেছেন তারা। একই কথা বলছে শিক্ষার্থীরাও।

এ নিয়ে একে অপরের ওপর দায় চাপাচ্ছেন প্রধান শিক্ষক আর বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান। শিক্ষক নিয়োগে দুর্নীতির ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। প্রতিবাদে মানববন্ধনও করেছে তারা।

যশোর জেরা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আযম জানিয়েছেন, অভিযোগের তদন্ত চলছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় মাকাপুর-বল্লভপুর মাধ্যমিক বিদ্যালয়। বর্তমানে শিক্ষার্থী আছে ৩৪৫ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply