Site icon Jamuna Television

আরও দুই বাংলাদেশিকে গুলি করে মারলো বিএসএফ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের সেবকদাশ সীমান্তে বিএসএফর গুলিতে নিহত হয়েছে দুই বাংলাদেশি যুবক। তারা হলেন মালগাড়া গোড়ল গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪০) এবং একই গ্রামের আলতাফ হোসেনের ছেলে আসাদুজ্জামান ভাসানী (৪৫) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের পশ্চিমে সেবকদাশ সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর উপ-পিলারের নিকট এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার গভীর রাতে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় ইদ্রিস আলী ও আসাদুজ্জামান ভাসানী ভারতে প্রবেশ করেন। পরে তারা ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে গুনজিরির চওড়া বিএসএফ ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে কাঁটাতার-সংলগ্ন এলাকায় তাদের মৃত্যু ঘটে। তাদের লাশ ভারতীয় অংশে পড়ে রয়েছে বলে জানা গেছে।

Exit mobile version