Site icon Jamuna Television

রাজধানীর বাড্ডা থেকে ১৫ বছর বয়সী প্রতিবন্ধী কিশোর নিখোঁজ

রাজধানীর বাড্ডা থেকে নাবিল মাহমুদ নামের ১৫ বছর বয়সী এক বাক প্রতিবন্ধী কিশোরের সন্ধান পাওয়া যাচ্ছে না। ১১ নভেম্বর সন্ধ্যায় বাইরে যেয়ে সে আর বাসায় ফেরেনি। তার উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা- কালো গেঞ্জি ও চকলেট কালারের প্যান্ট।

সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়েও সন্ধান না মিললে ঢাকা মেট্রোপলিটন পুলিশে সাধারণ ডায়েরি করেছে তার বাবা।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন, তবে ০১৯১৯০৯৪২৪৩/ ০১৭৭৬১২৭৬৬৫ নাম্বারে যোগযোগ করার জন্য অথবা এম/১৭, আনন্দ নগর, মেইন রোড, মেরুল বাড্ডা ঠিকানায় জানানোর জন্য পরিবার কর্তৃক অনুরোধ করা হয়েছে।

Exit mobile version