Site icon Jamuna Television

টাঙ্গাই‌লে মোটরসাই‌কেলের নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে প্রাণ গেল তিন কিশোরের

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাই‌লে ভুঞাপু‌রে মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে তিন কিশোরের মৃত্যু হ‌য়ে‌ছে। আজ শুক্রবার (১২ ন‌ভেম্বর) দুপুর আড়াইরটার দি‌কে উপ‌জেলার গোবিন্দাসী ইউ‌নিয়‌নের রহুলী এলাকায় এই ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন, উপ‌জেলার রুহলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), একই উপ‌জেলার মা‌টিকাটা এলাকার ই‌লিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও একই এলাকার মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)। তারা সবাই ছিলেন প‌রিবহন শ্রমিক।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওহাব মিয়া ব‌লেন, মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে ওই তিন কি‌শো‌রের মৃত্যু হ‌য়েছে। তারা প‌রিবহন শ্রমিক ব‌লে জানা গে‌ছে। নিহতদের লাশ থানায় রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Exit mobile version