Site icon Jamuna Television

শাহবাগের শিশু পার্কে থাকছে না জিয়ার নাম

শাহবাগের শহীদ জিয়া শিশু পার্কের নামফলক এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে। বুধবার সচিবালয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস পালন, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নতুন প্রকল্প সম্পর্কে সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন। এমনকি মন্ত্রী এতোদিন এটা দৃষ্টিগোচরে আসে নি বলে দুঃখ প্রকাশও করেন।

সংবাদ সম্মলনে তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই স্থগিত আছে। নতুন করে মুক্তিযোদ্ধাদের দিয়ে কমিটি গঠন করে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা করবে সরকার।

মন্ত্রী বলেন, সরকারের এই মেয়াদকালেই তালিকা করতে পারবো, কাজ শেষ পর্যায়ে। মুক্তিযোদ্ধার সার্টিফিকেটে ৮ ধরণের বারকোড ব্যবহার করা হবে। যাতে টাকা জাল করা গেলেও এই সার্টিফিকেট জাল করা যাবে না।

Exit mobile version