Site icon Jamuna Television

হাফিজের হাত পিছলে যাওয়া বলে ওয়ার্নারের ছক্কায় গম্ভীরের তীব্র নিন্দা

অস্ট্রেলিয়া-পাকিস্তান সেমিফাইনাল ম্যাচে মুহাম্মদ হাফিজের হাত পিছলে বেরিয়ে যাওয়া বলে ছক্কা মারার জন্য ডেভিড ওয়ার্নারের তীব্র নিন্দা করলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর বিষয়টিকে লজ্জাজনক ও ক্রিকেটের স্পিরিটবিরোধী আখ্যা দেন।

অষ্টম ওভারে পাকিস্তানের অধিনায়ক বাবার আজম বল তুলে দেন মুহাম্মদ হাফিজের হাতে। প্রথম বল করতে গিয়েই দেখা দেয় বিপত্তি। ডেলিভারির সময় বল হাফিজের হাত থেকে পিছলে যায়। এরপর পিচে দু’বার ড্রপ করে বল পৌঁছায় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নারের কাছে। ওয়ার্নার ছক্কা হাঁকান সেই বলে। ডেভিড এগিয়ে না এলে তার কাছে পৌঁছানোর আগে বল পিচে আরও কয়েকবার ড্রপ করত।

সচরাচর ব্যাটসম্যানরা ক্রিকেটের স্পিরিট মেনে এমন ক্ষেত্রে শট নেন না এবং আম্পায়ার ডেড বল ঘোষণা করেন। তবে এক্ষেত্রে ব্যাটসম্যান শট নেয়ায় আম্পায়ার বলটিকে নো বল ঘোষণা করেন।

ওয়ার্নারের এমন আচরণে বেজায় চটেছেন গম্ভীর। তিনি টুইট করে বিষয়টিকে লজ্জাজনক আখ্যা দেন এবং ক্রিকেটের স্পিরিটের করুণ ছবি বলেও উল্লেখ করেন।

গৌতম আরও বলেন, শেন ওয়ার্ন, রিকি পন্টিংরা সব বিষয়েই টুইট করেন। বড়বড় কথা বলেন। এখন তারা চুপ কেন? অশ্বিন মানকাড আউট করলে লম্বা-চওড়া কথা বলেন পন্টিংরা, ওয়ার্নারের বেলায় কী বলবেন শেন ওয়ার্ন? অন্যের দোষ দেখা সহজ কাজ। নিজেদের প্লেয়ার নিয়ে কথা বলা কঠিন।

Exit mobile version