Site icon Jamuna Television

দেড় বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ

প্রায় দেড় বছরের নির্বাসন কাটিয়ে লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। সে ম্যাচ সামনে রেখে আজ প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে অ্যান্ড্রু অর্ড শীষ্যরা।

থাইল্যান্ডের ক্লাব রাচাবুরি এফসির বিপক্ষে আজ মাঠে নামবে মামুনুলরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। লাওসের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক অভিষেক হবে কোচ অ্যান্ড্রু অর্ডের।

ভালো শুরুর আশায় রাচাবুরি ম্যাচে দলের কৌশল নির্ধারন নিয়ে কাজ করবেন অর্ড। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলা রাচাবুরি এফসি থাইল্যান্ডের অন্যতম শীর্ষ দল। শক্তির বিচারে প্রতিপক্ষ এগিয়ে থাকায় রক্ষনাত্মক কৌশলে খেলতে চান অস্ট্রেলিয় কোচ অ্যান্ড্রু অর্ড।

এই ম্যাচ দিয়ে ফুটবলারদের সমন্বয় ও সমঝোতা পরখ করে নিবেন কোচ। ২৩ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। এরপরই প্রীতি ম্যাচ খেলতে লাওস যাবে ওয়ালি ফয়সালরা। কাতারে অনুশীলন ক্যাম্পের পাশাপাশি বিকেএসপিতে আলাদা করে প্রস্তুতি নিয়েছে জাতীয় দল।

Exit mobile version