Site icon Jamuna Television

আজ বিশ্ব কবিতা দিবস

আজ বিশ্ব কবিতা দিবস। ১৯৯৯ সালে ইউনেস্কো প্যারিসে অনুষ্ঠিত ৩০তম বৈঠকে ২১ মার্চ কে ‘বিশ্ব কবিতা দিবস’ ঘোষণা করে।

বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কোর অধিবেশনে এই দিবস ঘোষণা করার সময় বলা হয়েছিল— দিবসটি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।

তবে আগে অক্টোবর মাসে বিশ্ব কবিতা দিবস পালন করা হত। প্রথম দিকে কখনও কখনও ৫ অক্টোবর এই উৎসব পালিত হলেও বিংশ শতাব্দীর শেষভাগে রোমান মহাকাব্য রচয়িতা ও সম্রাট অগস্টাসের রাজকবি ভার্জিলের জন্মদিন স্মরণে ১৫ অক্টোবর এই দিবস পালনের প্রথা শুরু হয়।

Exit mobile version