Site icon Jamuna Television

হাতের তালুতে সুইসাইড নোট লিখে গৃহবধূর আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মৃত্যুর আগে নিজের হাতে একটি সুইসাইড নোট লিখে যান তিনি। এ ঘটনায় তার স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।  

ভারতীয় সংবামাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের কলকাতার টালিগঞ্জে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শ্বশুরবাড়ির ঘর থেকেই পূজা চন্দ নামের ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করা হয়।

হাসপাতালেই পূজার হাতের তালুতে একটি সুইসাইড নোট দেখা যায়। এতে লেখা, আমার মৃত্যুর জন্য আমার শাশুড়ি দায়ী। ইতি পূজা।

এ ঘটনায় পূজার স্বামী সঞ্জয় চন্দকে ও শাশুড়িকে শুক্রবার (১২ নভেম্বর) গ্রেফতার করেছে পুলিশ। তাদের নামে ৩০৪(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।  

যৌতুকের জন্য শ্বশুরবাড়ি থেকে কোনো চাপ দেয়া হচ্ছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এক পুলিশকর্তা। পূজার বাবা জানান, বছরখানেক আগে ২০ বছরের পূজার সাথে সঞ্জয়ের বিয়ে হয়। দীর্ঘদিন ধরে তার মেয়েকে অত্যাচার করত তার জামাই ও শাশুড়ি।  

Exit mobile version