Site icon Jamuna Television

জেল ফেরত আরিয়ানকে ৫০০টি গাছ উপহার জুহি চাওলার

ছবি: সংগৃহীত।

আরিয়ানকে জন্মদিনের উপহার ৫০০টি গাছ! শাহরুখ-পুত্রের জন্মদিনে এমনই উদ্যোগ জুহি চাওলার। টুইটারে আরিয়ানকে লেখা শুভেচ্ছা-বার্তায় বেশ কয়েক বছর আগে তোলা একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাতে জুহির দুই সন্তান জাহ্নবী এবং অর্জুনের সঙ্গে দেখা যাচ্ছে আরিয়ানকেও। খবর আনন্দবাজার পত্রিকার।

বন্ধু-পুত্রকে জুহি লিখেছেন— ‘শুভ জন্মদিন আরিয়ান। এত বছর ধরে তোমার জন্য আমাদের শুভেচ্ছা একই রকম আছে। ঈশ্বর তোমাকে ভাল রাখুন এবং পথ দেখান। অনেক ভালবাসা রইল। তোমার নামে ৫০০টি গাছ রোপন করবো আমরা।’

শাহরুখ খানের সাথে জুহির বন্ধুত্ব দীর্ঘ কালের। পেশার গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে থেকেছেন ব্যক্তি জীবনেও। মাদক-কাণ্ডে আরিয়ানের জামিনদার হয়েছিলেন অভিনেত্রী। শাহরুখ-পুত্রকে হাজত থেকে বার করতে এক লাখ রুপির বন্ডেও সই করেন তিনি। আরিয়ানকে নিজের ছেলের মতোই ভালবাসেন জুহি।

প্রায় এক মাস জেলে কাটিয়ে আপাতত ঘরে ফিরেছেন আরিয়ান। তবে এই মুহূর্তে চার দেওয়ালের মধ্যে পরিবারের সান্নিধ্যেই দিন কাটছে তার।

Exit mobile version