Site icon Jamuna Television

টি-টোয়েন্টির সাম্রাজ্যে নতুন সম্রাটকে দেখবে ক্রিকেট বিশ্ব

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির সাম্রাজ্যে নতুন সম্রাটকে দেখবে এবার ক্রিকেট বিশ্ব। ২০১০ সালে প্রথমবার ক্রিকেটের ছোট সংস্করণের ফাইনালে উঠলেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয় অস্ট্রেলিয়ার। আর এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে নিউজিল্যান্ড।

রোববার (১৪ নভেম্বর) নতুন দলের হাতেই উঠতে যাচ্ছে দুবাই বিশ্বকাপের শিরোপা। শ্বাসরুদ্ধকর দুই সেমিফাইনালে জয় নিশ্চিত করে ফাইনালের টিকিট কেটেছে তাসমান সাগর পাড়ের দুই প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপকে অনেকটা নিজেদের বানিয়ে ফেলা অজিরা এর আগে কখনোই পায়নি টি-টোয়েন্টি শিরোপার স্বাদ। ২০১০ সালের বিশ্বকাপের ফাইনালই ছিল তাদের সর্বোচ্চ সাফল্য। সেবার ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে পরাস্ত হয়ে রানার্সআপ হতে হয় অস্ট্রেলিয়াকে।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চারের জুজু ভেঙেছে নিউজিল্যান্ড। ছোট ফরম্যাটের বিশ্বকাপে ৬ বার সেমিফাইনাল খেললেও কিউইদের কখনো কাটা হয়নি ফাইনালের টিকেট।

Exit mobile version