Site icon Jamuna Television

বস ফেসবুক খুললেই চড় মারবেন কর্মচারী!

ছবি: সংগৃহীত।

কম্পিউটারে কাজ করতে গেলেই অবসরে মন চায় একটু ফেসবুকে ঢুকতে। তাতেই নষ্ট হয় অনেক সময় সাথে কাজেরও ক্ষতি। আর সেই সমস্যার এক অদ্ভুত সমাধান বের করলেন প্রবাসী ভারতীয় ব্যবসায়ী। কাজের সময়ে ফেসবুক খুললেই চড় মারার দায়িত্ব দিলেন এক নারীকে এবং এই কাজের জন্য বেতনও পান তিনি।

এই আজব ঘটনার প্রশংসা করেছেন ইলন মাস্ক।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মনীশ শেঠি ভীষণ ব্যস্ত মানুষ। কাজের জন্য ল্যাপটপে ইন্টারনেট খুললেই অভ্যাসবশত ফেসবুক খুলে ফেলেন। দীর্ঘ সময় ধরে স্ক্রল করতে থাকেন। নষ্ট হতে থাকে মূল্যবান সময়। আর এর থেকে সমাধান বের করলেন তিনি। একজন নারী কর্মী চেয়ে বিজ্ঞাপন দেন তিনি। কর্মীর কাজ হলো চড় মারা।

মনীশ যখন ল্যাপটপে কাজ করেন, তার পাশে বসে থাকতে হয় সেই মহিলাকে। আর তীক্ষ্ণ নজর রাখতে হয় মনীশের কম্পিউটার স্ক্রিনে। কোনও ট্যাবে ফেসবুক খুললেই মনীশকে রীতিমতো জোরে চড় মারেন ওই মহিলা। এর জন্য ঘণ্টায় ৮ ডলার করে বেতনও পান তিনি।

মনীশ জানিয়েছেন, ওই মহিলার কাছে তিনি কৃতজ্ঞ। এই নতুন উপায়ে তার সময় বিন্দুমাত্র নষ্ট হয় না। চড় খাওয়ার ভয়ে মন দিয়ে কাজ করতে থাকেন তিনি। আর তা না করলেই মেলে চড়।

এই খবরের একটি টুইটে রিপ্লাইও করেছেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। দুটি ‘ফায়ার’ ইমোজি দিয়ে প্রশংসা করেছেন তিনি।

Exit mobile version