Site icon Jamuna Television

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় পরীক্ষায় ফেল, ছাত্রীর আত্মহত্যা

শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় পরীক্ষায় ফেল করিয়ে দেয় শিক্ষক। অপমানে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করে নবম শ্রেণির ছাত্রী। ভারতের দিল্লির নয়ডায় এ ঘটনা ঘটে।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, দিল্লির ময়ুরবিহার ফেজ ৩ আহলকোন পাবলিক স্কুলের নবম শ্রেণিতে পড়তো ওই কিশোরী। জীব সহগল ও নীরজ আনন্দ নামে স্কুলের দুই শিক্ষক তাঁদের মেয়েকে যৌন নিগ্রহ করেন। স্কুলের প্রিন্সিপালের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হলে ওই ছাত্রীকে আরও বেশি নিগ্রহ করা হয়। শুধু তাই নয়, অভিযুক্ত দুই শিক্ষক ওই ছাত্রীকে পরীক্ষায় ফেল করিয়ে দেন বলেও অভিযোগ বাবা-মায়ের। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিল ওই ছাত্রী। গত মঙ্গলবার সন্ধেয় বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্কুলের দুই শিক্ষক ও প্রিন্সিপালের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ পুলিশের কাছে দায়ের করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩০৬, ৫০৬ এবং যৌন অত্যাচার থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version