Site icon Jamuna Television

নি‌খোঁজের ১৫‌ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

ছবি: প্রতীকী

স্টাফ রি‌পোর্টার, পটুয়াখালী:

পটুয়াখালীর বাউফলে নি‌খোঁজের ১৫‌ দিন পর ফের‌দৌ‌সি (৩০) না‌মের এক গৃহবধূর অর্ধগ‌লিত লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ফয়জুল আলী মৃধা বাড়ির দক্ষিণপাশের ভুরভুরিয়া খাল থে‌কে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

মৃত ফের‌দৌ‌সি বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মো. জা‌কির মৃধার স্ত্রী। সে চার সন্তানের জননী এবং গত ২৯ অক্টোবর ডাক্তার দেখা‌তে গি‌য়ে বাসা থে‌কে বের হ‌য়ে নি‌খোঁজ হন বলে বাউফল থানার ওসি মো. আলমামুন নিশ্চিত করেছেন।

ওসি জানান, নি‌খোঁজের পর তার পরিবারের পক্ষ থেকে থানায় এক‌টি সাধারণ ডায়রি করা হ‌য়ে‌ছিল। ময়নাতদন্তের জন্য তার লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠা‌নো হচ্ছে ব‌লেও ওসি জানান।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে স্থানীয় বা‌সিন্দা র‌ফিকুল ইসলাম না‌মের এক বৃদ্ধ দাসপাড়ার ভুরভুরিয়া খালে লাশটি ভাসতে দে‌খে। প‌রে পু‌লিশ‌কে খবর দেয়া হয়। পু‌লিশ এসে লাশ‌টি উদ্ধার করলে জা‌কিরসহ পরিবারের সদস্যরা ফের‌দৌ‌সির লাশ শনাক্ত ক‌রেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন আ‌রও জানান, লাশটি অর্ধগ‌লিত থাকায় প্রাথমিকভাবে কিছুই বলা যা‌চ্ছে না। ময়নাতদন্তের রি‌পোর্ট আস‌লে সব‌কিছু বলা যা‌বে। এ ব্যাপা‌রে ফের‌দৌ‌সির পরিবারের পক্ষের কারও সাথে যোগা‌যোগ করা সম্ভব হয়নি।

ইউএইচ/

Exit mobile version