Site icon Jamuna Television

শোয়েবকে অপমানের ঘটনা নিলো নতুন মোড়

ছবি: সংগৃহীত

সাবেক স্পিডস্টার শোয়েব আক্তারকে উপস্থাপক নওমানের অপমান করে অনুষ্ঠান থেকে বের করে দেয়ার বিবাদের ঘটনা রূপ পরিবর্তন করে এক নতুন মোড় নিয়েছে। পিটিভির একটি শো’তে উপস্থাপক নওমানের সাথে বাকযুদ্ধে জড়ান শোয়েব। যার পরিপ্রেক্ষিতে নওমান শেষ পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা গ্রহণ করেননি শোয়েব, বলেছেন তাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা হলো না পাকিস্তানের। শিরোপার সম্ভাবনা প্রবল হলেও শেষ মুহূর্তে ভেসে গেছে সেই স্বপ্ন। তবে এর আগেই নিজেদের মাটিতে কথার যুদ্ধ চলছিল সাবেক ক্রিকেটার শোয়েব আখতার ও উপস্থাপক নওমানের মাঝে। টিভি সেটের সেই লড়াই এখন পৌঁছে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিবাদের এক পর্যায়ে শোয়েবের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হলেও পরবর্তীতে তার কাছে ক্ষমা চান নওমান। কিন্তু নওমানের এই ক্ষমা প্রার্থনা গ্রহণ করেননি শোয়েব আক্তার।

পাকিস্তানের এই সাবেক পেসার বলেন নওমানকে তার কাছে নয়, বরং পুরো পাকিস্তানবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। শোয়েব বলেন, আমি নওমানের সাথে লড়াই করার পাশাপাশি অনেক কিছুই বলতে পারতাম। কিন্তু আমি তার কিছুই করিনি কারণ এটি আমার স্বভাব বিরোধী এবং যারা আমাকে চেনেন তারা সবাই জানেন।

শোয়েব আখতারের মতে, অপ্রীতিকর ঘটনাটি ঘটার সময়ই ক্ষমা চাওয়া হলে ভালো হতো। কিন্তু এখন তিনি আর এটি চান না। তিনি চান, পুরো পাকিস্তানবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করুক নওমান।

Exit mobile version