Site icon Jamuna Television

বিশ্বজুড়ে আরও ৭ হাজার মানুষের মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শংক্রমণ শনাক্ত হয়েছে ৫ লাখের বেশি।

টানা চতুর্থ দিনের মতো ১২শর বেশি প্রাণহানি হয়েছে রাশিয়ায়। দেশটিতে শনাক্ত হয়েছে ৪০ হাজারের বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ যুক্তরাষ্ট্রে মারা গেছে সাড়ে আটশর বেশি মানুষ। শনাক্ত হয়েছে ৮০ হাজারের বেশি রোগী।

অন্যান্য দেশের তুলনায় ইউরোপ-আমেরিকায় ফের বাড়তে শুরু করেছে প্রাণঘাতি ভাইরাসটি। ব্রাজিলে মৃত্যু হয়েছে ছয়শর বেশি। ইউক্রেনে এ সংখ্যা ৭৫০। রোমানিয়ায় ২৪ ঘণ্টায় আরও ৩ শতাধিক মানুষের প্রাণ গেছে। এছাড়া ভারত, তুরস্ক, জার্মানি, রোমানিয়া এবং মেক্সিকোতে প্রাণহানির সংখ্যা ২ শতাধিক। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫১ লাখ ৩ হাজার।

Exit mobile version