Site icon Jamuna Television

ঢাকায় অবতরণ করলো উড়ন্ত ফর্মের পাকিস্তান

তিন ম্যাচের টি-টোয়েন্টি এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সকাল আটটার দিকে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ায় আগেভাগেই চলে এসেছে তারা।

অস্ট্রেলিয়ার কাছে সেমিফাইনালে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান। ১৬ নভেম্বর ঢাকা আসার কথা থাকলেও তিনদিন আগেই দুবাই থেকে সরাসরি বাংলাদেশে আসলো সাকলায়েন মুশতাক-শিষ্যরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সরাসরি টিম হোটেলে যান শোয়েব মালিকরা। করোনা টেস্টে নেগেটিভ আসলে আগামীকাল রোববার থেকে অনুশীলন শুরু করবেন বাবর আজমরা। ১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি।

Exit mobile version