Site icon Jamuna Television

হার্দিক পাণ্ডিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন দাউদ ইবরাহিমের ঘনিষ্ঠ গ্যাংস্টারের স্ত্রী

একেই বোধ হয় বলে গোদের ওপর বিষফোঁড়া। এমনিতেই কাঁধের চোট, পড়তি ফর্ম ও বিশ্বকাপের পর দল থেকে বাদ পড়ার ঘোষণায় ভালো ছিলেন না হার্দিক পাণ্ডিয়া। এবার তার বিরুদ্ধে আনা হলো ধর্ষণের অভিযোগ। তবে তিনি একা নন; ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগ আনা হয়েছে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মুনাফ প্যাটেল এবং ক্রিকেট কর্মকর্তা রাজীব শুক্লার বিরুদ্ধেও।

সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানা গিয়েছে, অভিযোগকারী রেহনুমা ভাটি হলেন দুবাইভিত্তিক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটির স্ত্রী। নিজের স্বামীর বিরুদ্ধেও অবশ্য অভিযোগ এনেছেন তিনি। রেহনুমার দাবি, জোর করে তার স্বামী তাকে সমাজের উপরতলার অনেকের ‘মনোরঞ্জনে’ বাধ্য করতেন। সেই তালিকাতে হার্দিকও রয়েছেন।

অবশ্য কোথায়, কবে, কীভাবে এদের হাতে নির্যাতিতা হয়েছিলেন তিনি, পুলিশকে সেসব বিস্তারিত কোনো তথ্য এখনও দিতে পারেননি রেহনুমা। পুলিশ জানিয়েছে, এই অভিযোগের পক্ষে এখনও কোনো শক্তপোক্ত প্রমাণ মেলেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Exit mobile version