Site icon Jamuna Television

রহস্যময় জ্বরে আক্রান্ত হচ্ছেন করাচির নাগরিকরা

ছবি: সংগৃহীত

করাচিতে বেশ কয়েকজন রোগী পাওয়া গেছে যারা আক্রান্ত হয়েছেন এক রহস্যময় ভাইরাল জ্বরে। ডেঙ্গুর মতো এ জ্বরেও দ্রুত কমে যাচ্ছে রোগীদের প্লাটিলেট কাউন্ট এবং শ্বেত রক্তকণিকা। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের।

চিকিৎসক ও প্যাথলজিস্টদের বরাতে গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানায়, ভাইরাল জ্বরে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর জন্য পরীক্ষা করা হলেও তার ফলাফল নেগেটিভ আসছে। 

করাচির ডাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস এর অ্যাটমিক প্যাথলজি বিভাগের প্রধান অধ্যাপক সাঈদ খান বলেন, কয়েক সপ্তাহ ধরেই আমরা নতুন এক ভাইরাল জ্বরে আক্রান্তের খবর শুনছি। এ জ্বরে আক্রান্তদের প্লাটিলেট এবং শ্বেত রক্তকণিকা কমে যাচ্ছে, অন্যান্য উপসর্গগুলো ডেঙ্গু জ্বরের মতো। কিন্তু ডেঙ্গু পরীক্ষা করালে ফলাফল নেগেটিভ আসছে। 

করাচির গুলশান-ই-ইকবাল শিশু হাসপাতালের বিশেষজ্ঞ ড. মুহাম্মদ জোহাইবও করাচিতে ভাইরাল জ্বর ছড়িয়ে পড়ার ব্যাপারট নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু রোগীর পাশাপাশি এই জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় করাচির হাসপাতালগুলোতে তীব্র প্লাটিলেট সংকট দেখা দিয়েছে।

পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ব্যাপারে এখনও কোনো মন্তব্য না করলেও করাচির স্থানীয় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক এবং প্যাথোলজিস্টসহ অন্যান্য বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, করাচিতে একটি নতুন ভাইরাল ফিভার ছড়িয়ে পড়ছে।    

Exit mobile version