Site icon Jamuna Television

কর্ণাটকে গান বাজালে বাস থেকে নামিয়ে দিতে পারবে কন্ডাক্টর

বাসে বসে স্পিকারে গান বাজালে বাস থেকে নামিয়ে দিতে পারবে কন্ডাক্টর। সম্প্রতি এমন একটি আইন পাশ হয়েছে ভারতের কর্ণাটক হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশে বলা হয়েছে, কর্ণাটক স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসে চলাচলকারী যাত্রীরা মোবাইল স্পিকারে গান বাজাতে পারবেন না।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে শুক্রবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদেন বলছে, একটি রিট পিটিশনের ওপর ভিত্তি করে আদালত এমন সিদ্ধান্ত দিয়েছেন। রিটে বলা হয়েছিল, বাসের মধ্যে বিরক্তিকর শব্দ কমানোর ব্যাপারে নির্দেশনা থাকা উচিত। আর তাই আদালতও রায়ে বলেছেন, এসব জায়গায় অতিরিক্ত শব্দ উৎপাদন করা কমানো দরকার।

পিটিশনের ভিত্তিতে বাস কর্তৃপক্ষকে উচ্চস্বরে গান বাজিয়ে অন্যদের অসুবিধা সৃষ্টি না করতেও অনুরোধ করা হয়।

Exit mobile version