Site icon Jamuna Television

আফগানিস্তানের প্রয়োজন ছোট সেনাবাহিনী: আফগান পররাষ্ট্রমন্ত্রী

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

তালেবান প্রশাসকরা মনে করেন বড় সেনাবাহিনীর প্রয়োজন নেই আফগানিস্তানের। আর, তালেবান সেনাবাহিনীতে পূর্ববর্তী আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীতে (এএন্ডএসএফ) কাজ করেছেন তাদের রাখা হবে না- বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি।

গতকাল শুক্রবার (১২ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক আলোচনা সভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। খবর ভয়েস অব আমেরিকার। 

পাকিস্তানের ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজের এক আলোচনা অনুষ্ঠানে মুত্তাকি বলেন, বিদেশী হস্তক্ষেপে যে সেনাবাহিনী তৈরি হয়েছিল, সেই বিশাল সংখ্যক সেনার আর কোনো প্রয়োজন নেই আমাদের। আমরা এমন কাউকে সেনাবাহিনীতে রাখবো না যারা আফগানদের স্বার্থ সংরক্ষণে আমাদের ভূমিকা নিয়ে সন্দেহ পোষণ করে।

Exit mobile version