Site icon Jamuna Television

ডিজেলের দাম বাড়লেও ট্রেনের টিকেটের দাম বাড়বে না: রেলমন্ত্রী

ডিজেলের দাম বাড়লেও এখনই ট্রেনের টিকিটের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার সকালে কমলাপুরে প্রায় সাড়ে সাত মাস বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের যাত্রাবিরতি পুনরায় চালু উপলক্ষে জয়ন্তিকা ট্রেন পরিদর্শন করেন মন্ত্রী। এসময় তিনি বলেন, সরকার যেহেতু ভর্তুকি দিচ্ছে, তাই এখন টিকিটের দাম বাড়ানো হচ্ছে না। রেলে ঢিল ছোঁড়া বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান নুরুল ইসলাম।

এর আগে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনকালে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে ঘটে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা। এরপর সেই স্টেশনের ট্রেন যাত্রাবিরতি বন্ধ করা হয়েছিলো। সাড়ে তিন কোটি টাকায় স্টেশন সংস্কার করে যাত্রাবিরতি আবার চালু করা হলো।

Exit mobile version