Site icon Jamuna Television

বিএসএফের গুলিতে খুন দুই বাংলাদেশির লাশ এখনও ভারতে

স্বজনরা এখনও অপেক্ষায় আছেন, অন্তত লাশ আসবে।

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে মারা যাওয়া দুই বাংলাদেশির লাশ এখনও ফেরত দেয়নি বিএসএফ।

ইদ্রিস আলী ও আসাদুজ্জামানের মরদেহ ফেরত আনতে কোনো উদ্যোগ নেয়নি বিজিবিও। এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে ওই দুটি লাশ এখনও ভারতীয় অংশে পড়ে আছে।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে সেবকদাশ গ্রামের সীমান্ত এলাকায় বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে বিএসএফের টহল দল। গুলিবিদ্ধ হয়ে মারা যায় ইদ্রিস আলী ও আসাদুজ্জামান। পরে লাশগুলো ভারতীয় অংশে নিয়ে যায় বিএসএফ।

Exit mobile version