Site icon Jamuna Television

রাজধানীতে ভাড়া নৈরাজ্য ঠেকাতে বিআরটিএর অভিযান

গণপরিবহণের ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে অভিযান চালাচ্ছে বিআরটিএ। তাদের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে ডিএমপিও।

সরকারের বর্ধিত ভাড়া ঠিকঠাক নেয়া হচ্ছে কিনা এই বিষয়ে তদারকি করছে বিআরটিএ কর্তৃপক্ষ। তবে আজও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগ করছে যাত্রীরা। সড়কে গাড়ি থামিয়ে যাত্রীদের কাছ থেকে অভিযোগ শুনে সেই মোতাবেক ব্যবস্থাও নিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ।

বাড়তি ভাড়া নেয়ার কারণে অনেক পরিবহনকে অর্থদণ্ডও করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সরকার নির্ধারিত ভাড়া কার্যকরে অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Exit mobile version