Site icon Jamuna Television

সন্ত্রাস দমনে আবার সক্রিয় হবে ঝিমিয়ে পড়া লাঠিবাঁশি সমিতি

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরে বহুল আলোচিত সন্ত্রাস, চাঁদাবাজ বিরোধী সামাজিক সংগঠন ‘লাঠিবাঁশি সমিতি’র ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের সোনারপট্টি এলাকায় কেক কাটা এবং আলোচনা সভার মাধ্যমে উদযাপিত আয়োজনে বক্তব্য রাখেন লাঠিবাঁশি সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, সদস্য দুদু মিয়া, মনিমুল হক, অধ্যক্ষ আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ২২ বছর আগে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়িয়ে ব্যবসায়ীরা লাঠিবাঁশি সমিতির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সকল অপকর্ম রুখে দিয়েছিল। এই কার্যক্রমে ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়েছিল।

পরবর্তীতে ২০০০ সালের ৬ মে সন্ত্রাসীরা স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত হয়ে লাঠিবাঁশি কমিটির স্টেশন বাজার কার্যালয়ে হামলা করে। সন্ত্রাসীদের গুলিতে সেদিন কিশোর শ্রমিক মোহন ঘটনাস্থলে নিহত হন।
এছাড়া শতাধিক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।

মোহনের মৃত্যুতে নাটোরবাসী ফুঁসে ওঠেন। ব্যবসায়ীরা পিছু না হটে সন্ত্রাসীদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে সফল হন। পরে রাজনৈতিক নানা সমীকরণে লাঠিবাঁশির কার্যাক্রম স্তিমিত হয়ে পড়ে বলে স্বীকার করেন বক্তারা। সেসময় সারাদেশের পাশিপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও নাটোরের সাধারণ ব্যবসায়ীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এই আন্দালন ব্যাপক প্রশংসিত হয়। আবার লাঠিবাঁশির কার্যক্রম সচল করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

Exit mobile version