Site icon Jamuna Television

স্কার্ফ পরে গান গাওয়ায় সমালোচিত জাস্টিন বিবার (ভিডিও)

কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবার।

সম্প্রতি এক কনসার্টকে কেন্দ্র করে সমালোচিত হয়েছেন কানাডিয়ান সঙ্গীত শিল্পী জাস্টিন বিবার। মাথায় স্কার্ফ পরে গান গওয়ায় ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে বিবারের বিরূদ্ধে। 

জানা যায়, যুক্তরাষ্ট্রের ইউটাহতে এক কনসার্টে পারফর্ম করেন বিবার। সেখানে তিনি মুসলিম নারীদের মত মাথায় স্কার্ফ পরে তার বিখ্যাত সরি ও লোনলি নামের গান দুটি পরিবেশন করেন। এবং বরাবরের মত তার এ পারফর্মেন্সের ভিডিও যথারীতি ভাইরাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, শুরু হয় সমালোচনা।

সিবিএস এর এক প্রতিবেদনে বলা হয়, মাথায় স্কার্ফ, সাদা হাফ প্যান্ট ও ঢিলেঢালা টি-শার্ট পোশাক পরে গান গাওয়ায় বিবারের বিরুদ্ধে ইসলাম ও মুসলিম সম্প্রদায়কে অপমানের অভিযোগ করা হয়। মঞ্চে সঙ্গীত পরিবেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। 

বিবারের মুসলিম ভক্তরা যে এমন আচরণে কষ্ট পেয়েছেন তা স্পষ্ট বোঝা গেছে ভাইরাল ঐ ভিডিওটির কমেন্ট সেকশনে।

জাস্টিন বিবারের কনসার্টের ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version