Site icon Jamuna Television

‘সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে সচেষ্ট থাকতে হবে’

স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনী সদস্যদের সব সময় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামের নেভাল একাডেমিতে বিএন ডকইয়ার্ডকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ স্বীকৃতি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বলেন, প্রতিবেশি দেশ ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমায় সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর গুরুত্ব অপরিসীম। তাই বাহিনীর উন্নয়নে নেয়া আধুনিক নানা প্রকল্পের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

উন্নয়নশীল দেশের স্বীকৃতির পর বাংলাদেশ একদিন উন্নত দেশে রূপান্তর হবে বলেও আশা প্রকাশ করেন শেখ হাসিনা। এর আগে, নেভাল একাডেমিতে জাতির জনকের ১৮ ফুট লম্বা প্রতিকৃতি সম্বলিত বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেন তিনি।

Exit mobile version