Site icon Jamuna Television

শাড়ি পরতে আর বাধ্য করা যাবে না শিক্ষিকাদের

ছবি: সংগৃহীত।

ভারতের কেরালায় শিক্ষিকাদের শাড়ি পরার প্রথায় প্রবল আপত্তির প্রেক্ষিতে এই নিয়ম বন্ধে পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার (১২ নভেম্বর) কেরালার উচ্চশিক্ষামন্ত্রী আর বিন্দু বলেন, শিক্ষিকাদের শাড়ি পরতে জোরাজুরি করাটা রাজ্যের প্রগতিশীলতার পরিপন্থী। একজন নারী কোন পোশাক পরবেন, সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার।

নিউজ১৮ এর প্রতিবেদনে জানা যায়, এর আগে ২০১৪ সালের ৯ মে শিক্ষিকাদের শাড়ি পরার বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল রাজ্য সরকার। তবে এরপরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষিকাদের শাড়ি পরতে বাধ্য করা হচ্ছিল। এ বিষয়ে অভিযোগ পেয়ে উচ্চশিক্ষা বিভাগ থেকে শুক্রবার (১২ অক্টোবর) নতুন বিজ্ঞপ্তি দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানান উচ্চশিক্ষামন্ত্রী।

আর বিন্দু বলেন, পোশাক নিয়ে সমালোচনা করা বা অন্যের ব্যক্তিগত পছন্দে হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। যে কেউ নিজের পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন।

উচ্চশিক্ষামন্ত্রী জানান, কয়েকদিন আগে রাজ্যের কোডুঙ্গাল্লুরের এক প্রভাষকের সাথে তার দেখা হয়। এ সময় ওই প্রভাষক জানান, প্রয়োজনীয় যোগ্যতা থাকলেও কোডুঙ্গাল্লুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠান শর্ত রেখেছিল, সেখানে কাজ করতে চাইলে প্রতিদিন শাড়ি পরতে হবে।

Exit mobile version