Site icon Jamuna Television

পাকিস্তান সিরিজে থাকছেন না ফিল্ডিং কোচ, আসবে একাধিক পরিবর্তন

ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন না রায়ান কুক। ছবি: সংগৃহীত

পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে আগামী ১৬ তারিখ। সেখানে থাকছে না আগের ফিল্ডিং কোচ রায়ান কুক। এছাড়া দলেও আসবে একাধিক পরিবর্তন। এমনটা জানিয়েছেন ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

শনিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের কাছে আকরাম খান জানান, বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্সের পেছনে অন্যতম কারণ ছিলো শরীরী ভাষা। বিশ্বকাপে ফিল্ডিং, ক্যাচিং বেশ ভুগিয়েছে বাংলাদেশকে। হাত ফস্কে বল বের হওয়ার মতো বের হয়ে গেছে সহজ ম্যাচও। তার উপর জাতীয় দলের ফিল্ডিং কোচ রায়ান কুকের সাথে চুক্তির মেয়াদ এখন আছে শেষদিকে। সেটি আর নবায়ন করতে যাচ্ছে না বিসিবি। তাই পাকিস্তান সিরিজ থেকে রায়ান কুককে আর পাওয়া যাবে না। পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ফিল্ডিংয়ের দায়িত্বে আনা হতে পারে কোনো স্থানীয় কোচকে।

আকরাম খান জানান, ভালো মানের কয়েকজন ফিল্ডিং কোচের নাম আছে বিসিবির হাতে। সেখান থেকে উঁচু মানের কারো হাতেই পাকিস্তান সিরিজের জন্য জাতীয় দলের ফিল্ডিংয়ের দায়িত্ব দেয়া হতে পারে বলে জানান ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

Exit mobile version