Site icon Jamuna Television

চাষের জমি খুঁড়তে গিয়ে মিললো স্বর্ণের বাইবেল!

ছবি: সংগৃহীত।

স্বর্ণের হরফে লেখা ধর্মীয় গ্রন্থের নমুনা বিশ্বে কম নয়। তবে গোটা একটি ধর্মীয় গ্রন্থই আগা-গোড়া স্বর্ণে মোড়ানো, এমন কথা শুনেছেন কখনও। সম্প্রতি চাষের জমিতে ধাতব জিনিসের খোঁজ করতে গিয়ে এমনই একটি স্বর্ণের বাইবেল খুঁজে পেলেন এক ব্রিটিশ দম্পতি। খবর বিবিসির।

এই ঘটনার পর মুহূর্তেই ভাগ্য বদলে গেল তাদের। এর মূল্য অন্তত এক লাখ পাউন্ড বা প্রায় এক কোটি টাকারও বেশি। তবে কীভাবে চাষের জমি থেকে এই ঐতিহাসিক স্বর্ণের বাইবেল খুঁজে পেলেন তারা?

ইংল্যান্ডের ইয়র্ক শহরের বাসিন্দা বাফি বেইলে এবং তার স্বামী দু’জনেই শখে পুরনো ধাতব জিনিস খুঁজে বেড়ান। অনেকে নিজের জমি থেকে পুরনো জিনিস খুঁজে দিতে তাদের ডেকেও পাঠান।

এর পাশাপাশি বাফি পেশায় একজন নার্সও। সম্প্রতি ইয়র্কেই একটি চাষের জমিতে ধাতব দ্রব্য খোঁজার ডাক পেয়েছিলেন তারা। জমির মালিকের ইচ্ছাতেই খোঁজ শুরু করেন দু’জনে। কিছু দূর যাওয়ার পর মেটাল ডিটেক্টর-এ খুব শক্তিশালী সিগন্যাল পান তারা। প্রায় পাঁচ ইঞ্চি খোড়ার পরই একটি ছোট সোনালি রঙের ধাতু উদ্ধার করেন।

সেই ছোট সোনালি রঙের জিনিসটিই যে পরবর্তীকালে দুর্মূল্য স্বর্ণের বাইবেল হতে চলেছে তা ঘুণাক্ষরেও টের পাননি দু’জনে। বস্তুটি খুব ছোট হওয়ায় মোবাইলে সেটির ছবি তুলে এবং ছবিটি বড় করে দেখেই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন বাফি। সোনালি বস্তুটি আদপে একটি স্বর্ণের বাইবেল! যার দৈর্ঘ্য দেড় সেন্টিমিটার, ওজন মাত্র পাঁচ গ্রাম। ২৪ ক্যারটের স্বর্ণ ব্যবহার করা হয়েছিল তাতে, জানান বাফি।

আরও খোঁজখবর নিয়ে বাফি জানতে পারেন, রাজা তৃতীয় রিচার্ডের আমলের (১৪৫২-১৪৮৫) বাইবেল সেটি। বিশেষজ্ঞদের মতে, তৃতীয় রিচার্ড রাজত্বকালে সম্ভবত কোনও মহিলা আত্মীয়কে উপহার হিসাবে এই বাইবেল দিয়েছিলেন। আর এই ঐতিহাসিক বস্তুরই সন্ধান পেয়েছেন এই দম্পতি।

Exit mobile version