Site icon Jamuna Television

ক্যাটরিনার বিয়েতে দাওয়াত পেলেন না সালমান খান!

ছবি: সংগৃহীত।

ক্যাটরিনা- ভিকির রাজকীয় বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে রাজস্থানের ৭০০ বছরের পুরাতন কেল্লাতে। ইতিমধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে হবে তারকা জুটির বিয়ের আসর। 

হিন্দুস্থান টাইমইসের প্রতিবেদনে জানা যায়, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট ইতোমধ্যেই সেজে উঠছে। ক্যাটরিনা- ভিকির বিয়েতে কারা আমন্ত্রিত? সেই প্রশ্নও উঠছে ভক্তদের মনে। শোনা যাচ্ছে, বিয়েতে অতিথির তালিকাও করা হয়েছে। করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালালসহ অনেকেই রয়েছেন সেই তালিকায়।

প্রশ্ন হচ্ছে, ক্যাটরিনার সবচেয়ে কাছের মানুষ সালমান খানকে ঘিরে। ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডে ক্যাটরিনাকে আগলে রেখেছেন সালমান। তাদের প্রেম নিয়েও একটা সময় বিস্তর গুঞ্জন ছিল। পরে রণবীর কাপুরের সাথে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তবে খুব বেশিদিন টেকেনি সেই প্রেম। ওই ব্রেক-আপের পরও নাকি ক্যাটরিনাকে মানসিক সাপোর্ট দিয়েছেন সালমান।

তাই প্রশ্ন উঠেছে ক্যাটরিনা বাস্তব জীবনে বউ সাজলে সেখানে কি থাকবেন সালমান খান? উত্তর পাওয়া যায়নি এখনও। তবে ভারতীয় গণমাধ্যম অতিথির যে তালিকার কথা জানিয়েছে সেখানে নেই সালমান খানের নাম।

Exit mobile version