Site icon Jamuna Television

গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির নির্বাচন বর্জন: চিফ হুইফ

দেশের গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি নির্বাচন বর্জন করছে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ নূর-ই -আলম চৌধুরী।

আজ শনিবার (১৩ নভেম্বর) দুপুরে মাদারীপুরের শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ তলা ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নূর-ই-আলম চৌধুরী বলেন, নির্বাচন নিয়ে কমিশনের যেমন দায়িত্ব আছে, তেমনি দায়িত্ব আছে রাজনৈতিক দলগুলোরও। সব দল অংশগ্রহণ করলে নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন ব্যবস্থা নষ্ট করতেই বিএনপি বার বার নির্বাচন বয়কট করছে বলেও অভিযোগ করেন তিনি।

Exit mobile version