Site icon Jamuna Television

২০ টাকা চাঁদার জন্য আ’লীগ নেতাকে শ্রমিক লীগ নেতার মারধর!

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় চাঁদার টাকা না পেয়ে আ.লীগ নেতা বাবা ও ছেলেকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্রমিক নেতা ও তার লোকজনের বিরুদ্ধে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সেতুর নিচে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হতেই ব্যপক সমালোচনার সৃষ্টি হয়।

হামলার শিকার কামাল মিয়া (৪৫) বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের হাসেন আলীর ছেলে। তিনি বরমী ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে ফরহাদ হোসেন (২৫)। অভিযুক্ত মজিবুর রহমান উপজেলা শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক।

আহত কামাল মিয়া জানান, তিনি প্রভাতী- বনশ্রী পরিবহন নামে একটি বাসের মালিক। মজিবুরের লোকজন ২০ টাকা চাঁদার দাবীতে বাস চলতে দিচ্ছে না এমন খবরে মাওনা চৌরাস্তায় যাওয়ার সাথে সাথেই হামলার শিকার হন তিনি। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তার ছেলে ফরহাদ হোসেনকেও বেধড়ক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা বাবা- ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। 

Exit mobile version