Site icon Jamuna Television

বাগেরহাটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; জেলা আহ্বায়ক গ্রেফতার

বাগেরহাটে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভায় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় জেলা আহ্বায়কসহ ২৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আজ (১৩ নভেম্বর) বেলা এগারোটার দিকে জেলা বিএনপির কার্যালয়ে কমিটির সভা শুরু হয়। সভা শুরুর পরপরই বর্তমান জেলা আহ্বায়ক আকরাম হোসেন তালিমের সমর্থকদের সাথে সাবেক জেলা সভাপতি এম এ সালামের সমর্থকরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা গড়ায় সংঘর্ষে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় বেশিরভাগ কর্মী। এসময় ঘটনাস্থল থেকে ২৮ জনকে বাগেরহাট মডেল থানায় নিয়ে যায় পুলিশ।

Exit mobile version