Site icon Jamuna Television

উখিয়ায় ব্যালট বক্স ছিনতাই, আ’লীগ এজেন্টের বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ১১ নভেম্বর দুপুরে ৫নং ওয়ার্ডের ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় ঐ কেন্দ্রের নৌকার প্রধান এজেন্ট শফিউল আলমকে প্রধান আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মো. নুরুল ইসলাম বাদি হয়ে ওই মামলা দায়ের করেন। ব্যালট বক্স ছিনতাই মামলার প্রধান আসামি শফিউল আলম হলদিয়াপালং ইউনিয়নের তথ্য সেবা কর্মকর্তা। তিনি ৫নং ওয়ার্ড কেন্দ্রের নৌকা মার্কার প্রার্থী শাহ আলমের প্রধান এজেন্ট ছিলেন।

এজাহার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে নির্বাচন বানচাল করতে শফির নেতৃত্বে নলবনিয়ায় পরিকল্পিতভাবে ব্যালট বক্স ছিনতাই করা হয়।

উখিয়া থানার ওসি সানজুর মোরশেদ জানিয়েছেন, ১১ নভেম্বর হলদিয়া পালং ইউনিয়নের নির্বাচনের দিন ৫নং ওয়ার্ডের নলবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় শফিউল আলমকে প্রধান আসামী করে ২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এই মামলায় ১০০/১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

Exit mobile version