Site icon Jamuna Television

যশোরে রেলের বগি লাইনচ্যুত; রেল যোগাযোগ বন্ধ

ছবি প্রতীকী


স্টাফ রিপোর্টার, যশোর

বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী ‘বেতনা কমিউটার’ ট্রেনের একটি বগি যশোরে লাইনচ্যুত হয়েছে। ফলে খুলনা থেকে ঢাকা ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ দিকে যশোর রেলস্টেশনে ৩ নম্বর প্লাটফর্মে যাওয়ার সময়ে এ দুর্ঘটনা ঘটে।

যশোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার আয়নাল হোসেন জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনটি যশোর স্টেশনে পৌঁছালে স্টেশনের প্রথম লাইন থেকে তৃতীয় লাইনে যাওয়ার সময়ে ট্রেনের দ্বিতীয় বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে সন্ধ্যায় দুর্ঘটনা কবলিত ট্রেনের বগি উদ্ধারে খুলনা থেকে রিলিফ ট্রেন এসে পৌঁছায় এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করেছেন স্টেশন মাস্টার।

Exit mobile version