Site icon Jamuna Television

শাহরুখপুত্রের দেহরক্ষী হতে আবেদনপত্রের হিড়িক

ছবি: সংগৃহীত।

ছেলের জন্য দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শাহরুখ চাইছেন, যেকোনও বিপদের মুখে দেয়াল হয়ে কেউ দাঁড়ান আরিয়ানের সামনে, আগলে রাখুন তাকে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে জানা যায়, এ খবর জানাজানি হতেই ডজন ডজন আবেদন পত্র জমা পড়েছে বাদশার প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’র দফতরে। বহু নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত দেহরক্ষীরা যোগাযোগ করা শুরু করেছেন শাহরুখ খানের সহকর্মীদের সাথে।

মাদক মামলায় মাসেকখানি জেলে কাটিয়ে গত মাসের শেষের দিকে বাড়ি ফিরেছেন ২৪ বছরের তারকা সন্তান। শনিবার আরিয়ানের জন্মদিন। ছেলের এই বিশেষ দিনটি উদ্যাপনের অপেক্ষায় ছিলেন আরিয়ানের বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। দিন কয়েক পর ‘পাঠান’ ছবির শ্যুটিংয়ের জন্য স্পেনে উড়ে যাবেন কিং খান।

Exit mobile version