Site icon Jamuna Television

এখনই ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা সম্ভব নয়: আইসিসির প্রধান নির্বাহী

ছবি: সংগৃহীত

ক্রিকেটে ভারত-পাকিস্তানের লড়াই মানেই আলাদা উত্তেজনা। এ লড়াইয়ে চোখ থাকে সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের। কিন্তু রাজনৈতিক দ্বন্দ্বের শিকার বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় দ্বিপাক্ষিক সিরিজ।

টেস্ট সিরিজে সবশেষ ভারত-পাকিস্তানকে দেখা গিয়েছেলো ২০০৭ সালে। এছাড়া ২০১৩ সালে ভারত সফরে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে এসেছিলো পাকিস্তান। এরপর ৮ বছর কেটে গেলেও আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টেই সীমাবদ্ধ ভিরাট কোহলি ও বাবর আজমদের লড়াই।

দুই দেশের মধ্যকার এই সিরিজ নিয়ে উন্মুখ হয়ে আছে ক্রিকেটপ্রেমীরা। তবে ভারত-পাকিস্তানের সিরিজ এখনই আয়োজন সম্ভব নয় বলে মনে করেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।

তিনি বলেন, ভারত-পাকিস্তানের ম্যাচ আমরা সবাই উপভোগ করি। কিন্তু দুই দেশের ক্রিকেট সম্পর্ক এখন যে অবস্থায় আছে তাতে আইসিসির কিছু করার নেই। যদি সরকারের গ্রিন সিগনালে দুই দেশের ক্রিকেট বোর্ড রাজি হয়, তাহলেই কেবল এই সিরিজ আয়োজন করা সম্ভব।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিলো পাকিস্তান। যা বিশ্বজুড়ে দেখেছিলো রেকর্ড পরিমাণ ক্রিকেটপ্রেমী।

Exit mobile version