Site icon Jamuna Television

আজ রাতে ফাইনাল

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ রাত ৮টায়।

এখনও পর্যন্ত বিশ্বকাপের শিরোপার দেখা পায়নি নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে বাড়তি রোমাঞ্চ ছড়াবে নিউজিল্যান্ড সিরিজে। কেননা কোনো ফরম্যাটেই এখন পর্যন্ত বিশ্বকাপের স্বাদ পায়নি কিউইরা।

তবে প্রথমবার আয়োজিত আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যম্পিয়ন হয়েছিল কিউইরা। এদিকে বড় মঞ্চে শিরোপা জেতার অভিজ্ঞতা রয়েছে মাইটি অজিদের। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পেলেও টি-টোয়েন্টির শিরোপা এখনও অধরা। শিরোপা নিয়ে বাড়ি ফিরতে মুখিয়ে আছে অ্যারন ফিঞ্চের দল।

Exit mobile version