Site icon Jamuna Television

আমহারা দখলের সময় ১৮৪ ইথিওপীয় নাগরিককে হত্যা করেছে বিদ্রোহীরা

ইথিওপিয়ার আমহারা অঞ্চল দখলের সময় কমপক্ষে ১৮৪ বেসামরিক নাগরিককে হত্যা করেছে বিদ্রোহীরা। শনিবার এ প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির মানবাধিকার কমিশন।

অঞ্চলটির ১২৮ জন ভুক্তভোগীর সাক্ষাৎকার সংযুক্ত করা হয় ঐ অনুসন্ধানী প্রতিবেদনে। তাতে বলা হয়, চলতি বছর জুলাই-আগস্টে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সরকারি বাহিনীর সাথে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট, টিপিএলের তুমুল লড়াই হয়। সে রক্তপাতে প্রাণ হারায় দুইশর কাছাকাছি বেসামরিক লোক।

কমিশনের বক্তব্য, সেনা সদস্যদের সহযোগিতা বা আহতদের আশ্রয় দেয়ার অপরাধেও প্রাণ হারাতে হয়েছে সাধারণ মানুষকে। চলতি মাসেই, রাজধানীর দিকে বিদ্রোহীদের অগ্রসর হওয়ার খবরে জনগণকে অস্ত্র তুলে নেয়ার আহ্বান জানান, শান্তিতে নোবেলজয়ী প্রেসিডেন্ট। গত বছর নভেম্বরে বিদ্রোহীদের দমনে টাইগ্রে অঞ্চলে সেনাবাহিনী মোতায়েন করেন আবি আহমেদ।

Exit mobile version