পূর্ব শিডিউল ছাড়া কৃষ্ণ সাগরে ন্যাটোর মহড়া মস্কোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
গতকাল শনিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় তিনি আরও বলেন যে, রাশিয়াকে সতর্ক অবস্থানে থাকতে বাধ্য করছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো।
সাক্ষাৎকারে রুশ প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা কোনো ঘোষণা ছাড়াই কৃষ্ণ সাগরে মহড়া চালিয়েছে। কেবল নৌ মহড়া নয়, বিমান বাহিনীও ব্যবহার করেছে। এটা অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জ। এতে তো এই বার্তাই মেলে যে আমাদের সতর্ক থাকতে হবে। আর তাদের বলতে চাই, হ্যাঁ, আমরা সতর্কই আছি।

