Site icon Jamuna Television

সীমান্তে বাজছে যুদ্ধের দামামা, প্রেসিডেন্ট খেলছেন আইস হকি

সীমান্তে চলছে গোলযোগ, আর প্রেসিডেন্টকে দেখা গেছে নির্ভার ভঙ্গীতে আইস হকি খেলতে।

অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে বেলারুশ-পোল্যান্ড সীমান্তে যখন যুদ্ধের দামামা বাজছে, তখন আইস হকি খেলায় দেখায় ব্যস্ত ছিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।

গতকাল শনিবার (১৩ নভেম্বর) সীমান্তে বিদ্যমান অবস্থায় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য সতর্ক করলেও ইউরোপীয় ইউনিয়নের হুঁশিয়ারি গ্রাহ্য না করে ফুরফুরে মেজাজেই পাওয়া গেছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে। এদিন রাজধানী মিনস্কে লাল জার্সি পরে অংশ নেন খেলায়। বিপক্ষ দলকে ৫-২ গোলে হারিয়েছেও তার টিম, নিজেও করেছেন একটি গোল। জয়ের পর হাসিমুখে পোজ দেন ছবির জন্য।

খেলা শেষে হাসিমুখে ইন্টারভিউ দিতেও দেখা গেছে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে।

উৎফুল্ল লুকাশেঙ্কোকে দেখে বোঝার উপায় নেই তার দেশ বড় কোনো সংকটে আছে। মিত্র রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতনের মতোই হকি প্রেমী ৬৭ বছর বয়সী লুকাশেঙ্কো। তার এমন নিরুত্তাপ আচরণে সমালোচনায় মুখর তার সমালোচনাকারীরা। তবে তাদের সমালোচনার এখনও কোনো আনুষ্ঠানিক উত্তর দেননি প্রেসিডেন্ট লুকাশেঙ্কো।

Exit mobile version