Site icon Jamuna Television

ইকুয়েডরে কারাগারে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ৬৮

ছবি: সংগৃহীত

ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ৬৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা অনেক। শনিবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির সরকার।

শুক্রবার স্থানীয় সময় রাতে গুয়াইয়াকুইল শহরের লিটোরাল পেনিটেনটিয়ারি কারাগারে এ ঘটনা ঘটে। কয়েদিদের একাধিক প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে রাতভর হয় সংঘর্ষ। অস্ত্র ও গোলাবারুদের ব্যবহারে রণক্ষেত্রে পরিণত হয় কারাগারের ভেতরের এলাকা। মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই সহিংসতা বলে জানায় কর্তৃপক্ষ। খবর পেয়ে কারাগারের বাইরে ভিড় করে উদ্বিগ্ন স্বজনরা।

গত সেপ্টেম্বরেও দাঙ্গায় এই কারাগারেই প্রাণ যায় শতাধিক কয়েদির। সেসময় দু’মাসের জন্য জরুরি অবস্থা জারি করা হয় জেলে। এই নিয়ে এ বছর ইকুয়েডরের বিভিন্ন কারাগারে সংঘর্ষে নিহতের সংখ্যা ৩শ’ ছাড়ালো।

ইউএইচ/

Exit mobile version