Site icon Jamuna Television

অনলাইন জুয়ার সাইট পরিচালনা চক্রের ৯ সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত

অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে জুয়া খেলা পরিচালনাকারী একটি চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

রোববার (১৪ নভেম্বর) সকালে সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি কামরুল আহসান।

সিআইডি জানায়, মেহেরপুর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬টি মোবাইল, ৩টি নগদ এজেন্ট সিম, একটি প্রাইভেটকার ও নগদ ৪ লাখ টাকা জব্দ করা হয়। নগদের এজেন্ট ও সেলস রিপ্রেজেনটেটিভ চক্রটির সাথে জড়িত আছে বলেও জানান অতিরিক্ত ডিআইজি।

চক্রটি মেহেরপুরে তৎপরতা চালাতো। জুয়া খেলায় প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচ কোটি টাকা লেনদেন হতো বলেও জানান তিনি।

Exit mobile version